প্রাইম এশিয়া ইউনিভার্সিরের শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল।
সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। কলেজ প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সভাপতি আবু বকর সিদ্দিকী।
সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সহ-সভাপতি আরেফিন কায়েস, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক রশিদ, ফরিদপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাফসান জোবায়ের, রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরুখ নিলয় ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রোহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র এবং আমাদের সহযোদ্ধা পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এই বর্বর হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসির দাবি জানাই।”
তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হয়, তাহলে দেশব্যাপী ছাত্রদল বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। এ আন্দোলন প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়া হবে।”
ছাত্রদল নেতারা এ সময় সরকারের প্রতি অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :