চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে চলমান যৌথ বাহিনীর অভিযানে খাগড়াছড়িতে ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)-এর একটি গোপন আস্তানার সন্ধান মিলেছে। সোমবার (২১ এপ্রিল) ভোর ৫টার দিকে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের পূর্ণ চন্দ্র কার্বারী পাড়ায় এই অভিযান পরিচালনা করা হয়।
নিরাপত্তা বাহিনীর একটি দায়িত্বশীল সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী ওই এলাকায় তল্লাশি চালায়। অভিযানের সময় একটি ঘর তালাবদ্ধ দেখতে পেয়ে সন্দেহ হয়। এরপর পাড়ার লোকজনের সহায়তায় তালা ভেঙে ঘরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গুলি, চাঁদার রশিদ, মোবাইল ফোন, ল্যাপটপ, সামরিক প্রশিক্ষণের সরঞ্জাম ও ইউনিফর্ম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সরঞ্জামাদি থেকে বোঝা যায়, এটি ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)-এর একটি প্রশিক্ষণ ও সংগঠনিক কার্যক্রম পরিচালনার আস্তানা ছিল।
অভিযান শেষে ঘটনাস্থল পরিদর্শন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। তিনি বলেন, “অপহরণ, চাঁদাবাজি ও সশস্ত্র তৎপরতার মাধ্যমে পার্বত্য অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত করার যে চেষ্টা, তা কঠোর হাতে দমন করা হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী ও অন্যান্য বাহিনী সর্বদা প্রস্তুত আছে।”
অভিযানে এখন পর্যন্ত কাউকে আটক করা না গেলেও উদ্ধারকৃত আলামতের ভিত্তিতে ইউপিডিএফ’র সংশ্লিষ্টদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে যৌথ বাহিনী।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :