প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র ও উদীয়মান ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে মোংলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে মোংলা সরকারি কলেজ শহীদ মিনার চত্বরে মোংলা পৌর ছাত্রদল, থানা ছাত্রদল এবং কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, "জাহিদুল ইসলাম পারভেজ ছিল মেধাবী, সাহসী এবং সংগ্রামী এক ছাত্রনেতা। তাকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটি নিছক কোনো ব্যক্তিগত ঘটনা নয়, এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। আমরা এই হত্যার দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করছি।”
তারা আরও বলেন, “যতদিন হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার না হবে, ততদিন আমরা রাজপথ ছাড়ব না। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
মানববন্ধনে মোংলা পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম ছাদ্দাম, মোংলা থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. সজীব মিয়া শান্ত, মোংলা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহাগসহ আরও অনেকে বক্তব্য রাখেন। এছাড়া কলেজ ছাত্রদল ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল বের হয়, যা শহীদ মিনার থেকে শুরু হয়ে পৌরসভা চত্বর ও শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে, নিহত পারভেজের পরিবার ও সহপাঠীরা হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে প্রধান উপদেষ্টা এবং সরকারের উচ্চমহলের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :