চলন্ত ট্রেনে ছিনতাই ও দস্যুতা প্রস্তুতির সময় অস্ত্রসহ জসিম মিয়া (৩২) নামে এক চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। সোমবার (২১ এপ্রিল) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে রবিবার (২০ এপ্রিল) রাতে কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা রেলওয়ে পুরাতন সেতুর ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জসিম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নূরপুর গ্রামের আওয়াল মিয়ার ছেলে।
রেলওয়ে থানা পুলিশের সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে চলাচলকারী ট্রেনে ভৈরব অংশে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। যাত্রীদের একাধিক অভিযোগের ভিত্তিতে ২০ এপ্রিল রেলওয়ে থানা পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) যৌথ অভিযান পরিচালনা করে। দিনব্যাপী অভিযানে সন্দেহভাজন ৫ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ৪ জনকে ছেড়ে দেওয়া হলেও জসিমের কাছ থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার হওয়ায় তাকে আটক রাখা হয়।
রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, “বিশেষ অভিযান চালিয়ে মেঘনা রেলওয়ে পুরাতন ব্রিজের উত্তর ঢালে দস্যুতা করার প্রস্তুতিকালে জসিমকে আধুনিক চাকুসহ গ্রেপ্তার করা হয়। সে একাধিক চুরি, ছিনতাই, ডাকাতি ও দস্যুতা মামলার পলাতক আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চলন্ত ট্রেনে ছিনতাইসহ নানা অপরাধে জড়িত থাকার বিষয় স্বীকার করেছে।”
একুশে সংবাদ//ভৈ.কি.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :