AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রূপগঞ্জে রাজউকের অভিযান তিন ভবন মালিককে ২ লাখ টাকা জরিমানা


রূপগঞ্জে রাজউকের অভিযান তিন ভবন মালিককে ২ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নকশা বর্হিভুত ও রাজউকের অনুমোদন বিহীন ভবন নির্মান কাজের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ( রাজউক) নারায়ণগঞ্জ।

নিয়ম না মেনে ও রাজউকের অনুমোদন না নিয়ে নকশা বর্হিভুত ভবন নির্মান করার দায়ে ৩ ভবন মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া আরো ২ ভবনের নির্মান কাজ বন্ধ করে  বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেড।

সোমবার (২১ এপ্রিল) সকাল ১১ টা থেকে বিকাল পর্যন্ত উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিষ্ট্রেড মোহাম্মদ মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় নিয়ম না মেনে ও অনুমোদন বিহীন নকশা বর্হিভুত দোতলা ভবন নির্মান করায় রূপসী এলাকার সিদ্দিকুর রহমান কে ৫০ হাজার টাকা, তালিমুন নেছা হিফজুল কুরআন মহিলা মাদ্রাসার ৫ তলা ভবন আংশিক ভেঙ্গে দিয়ে ১ লাখ টাকা ও দোতলা ভবন মালিক ইব্রাহীম প্রধানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেড।

এছাড়া মামুন প্রধানের নির্মানাধীন দোতলা ভবনের কাজ বন্ধ করে দেন। আগামী ৩ মাসের মধ্যে রাজউকের অনুমতি নিয়ে কাজ করা নির্দেশ প্রদান করেন।যমুনা ব্যাংক ফাউন্ডেশন হসপিটালের নির্মানাধীন ৬ তলা ভবনের কাজ বন্ধ করে, বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজউকের জোন ৬/৩ এর অথরাইজড অফিসার জান্নাতুল মাওয়া, সহকারী অথরাইজড অফিসার সুরোত আলী রাসেল, ইমরাত পরিদর্শক আব্দুর রহিমসহ আইনশৃংখলা বাহিনী সদস্যরা।

নির্বাহী ম্যাজিষ্ট্রেড মনির হোসেন হাওলাদার বলেন,নিয়ম না মেনে ও রাজউকের অনুমোদন না নিয়ে ভবন নির্মান করার দায়ে ৩ ভবন মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া আরো ২ ভবনের নির্মান কাজ বন্ধ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা কয়েছে ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের কে তিন মাসের মধ্যে রাজউকের নকশার অনুমোধন নিয়ে কাজ করতে পারবে । কয়েকটি ভবন অনিয়ম থাকার কারণে আংশিক ভেঙ্গে দেওয়া হয়েছে যারা বাকিটা ভবন মালিকরা অঙ্গীকারনামা নিয়েছেন তাদের নিজ দায়িত্বে ভেঙে দিবে। এ অভিযান অব্যাহত থাকবে বলে ও তিনি জানান।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!