AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজবাড়ীর গোয়ালন্দ সম্মুখ যুদ্ধ ও প্রতিরোধ দিবস উদযাপন


রাজবাড়ীর গোয়ালন্দ সম্মুখ যুদ্ধ ও প্রতিরোধ দিবস উদযাপন

‘গোয়ালন্দ সম্মুখ যুদ্ধ ও প্রতিরোধ দিবস-২০২৫’ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টায় উজানচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ‘গোয়ালন্দ সম্মুখ যুদ্ধ ও প্রতিরোধ স্মৃতি ভাস্কর্য চত্বরে’ ইঞ্জিনিয়ার শেখ জুয়েল বাহাদুরের বাড়ি সংলগ্ন এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করেন বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও এলাকাবাসী।

অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ১৯৭১ সালের ২১ এপ্রিল বুধবার ভোরে মানিকগঞ্জের আরিচাঘাট থেকে একটি গানবোট ও একটি কে-টাইপ ফেরিতে করে পাক হানাদার বাহিনী পদ্মাপার হয়ে গোয়ালন্দ উপজেলার উজানচরের কামারডাঙ্গী এলাকায় পৌঁছায়। সেখান থেকে বাহাদুরপুর এলাকায় অগ্রসর হলে স্থানীয় জনগণের সহায়তায় ইপিআর, আনসার ও মুক্তিযোদ্ধারা হালকা অস্ত্রে প্রতিরোধ গড়ে তোলেন।

সেই সময় সংঘটিত সম্মুখ যুদ্ধে পাক বাহিনীর ভারি অস্ত্রের মুখে প্রতিরোধ ভেঙে পড়ে। এ সময় হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন আনসার কমান্ডার ফকির মহিউদ্দিন, হাবিল শেখ ও ছবেদ আলী মণ্ডল। আহত হন আরও অনেকে।

এরপর পাকবাহিনী পাশ্ববর্তী বালিয়াডাঙ্গা গ্রামে ঢুকে ঘরবাড়িতে আগুন দেয় এবং নির্বিচারে গুলি চালায়। ওই হামলায় শহীদ হন গ্রামের ২৪ জন নিরীহ নারী ও পুরুষ। এরপর তারা গোয়ালন্দ বাজারে প্রবেশ করে ব্যাপক অগ্নিকাণ্ড ও ধ্বংসযজ্ঞ চালায়।

প্রতি বছরের মতো এবারও ২১ এপ্রিল স্মরণে বালিয়াডাঙ্গা গ্রামে শহীদ পরিবারের উদ্যোগে শহীদদের নামফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। শহীদ পরিবারগুলো ২২ জন শহীদকে রাষ্ট্রীয়ভাবে শহীদ মর্যাদা দেওয়ার দাবি জানান।

অনুষ্ঠানে পরিষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার শেখ জুয়েল বাহাদুরের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ কেএ মুহিত হীরা, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল সহ বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও এলাকাবাসী।


বক্তারা বলেন, গোয়ালন্দের গৌরবোজ্জ্বল প্রতিরোধ যুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে সরকারি-বেসরকারিভাবে এ দিবস আরও বড় পরিসরে উদযাপন করা জরুরি। পাশাপাশি নির্মাণাধীন স্মৃতি ভাস্কর্যের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!