AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সান্তাহার পৌর ভবনসহ একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন


Ekushey Sangbad
পবিত্র কুমার, বগুড়া
০৬:৩৪ পিএম, ২১ এপ্রিল, ২০২৫
সান্তাহার পৌর ভবনসহ একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার পৌর ভবনের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই কাজের উদ্বোধন করেন সান্তাহার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ।

এছাড়াও একই দিনে আরও কয়েকটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন তিনি। এর মধ্যে রয়েছে:

  • সান্তাহার বিপি স্কুল থেকে সান্তাহার-বগুড়া মেইন রোড পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ,

  • রথবাড়ী বেনিমাধব আশ্রমে ওয়াশ ব্লক স্থাপন,

  • সান্তাহার বিপি প্রাথমিক বিদ্যালয়ের পাশে প্যালাসাইডিং নির্মাণ,

  • সান্তাহার পৌর এইচএ বালিকা বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ, জনস্বাস্থ্য প্রকৌশলী সুলতান মাহমুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল, পৌরসভার সহকারী প্রকৌশলী আবু রায়হান মন্ডল, ওয়ার্ডভিত্তিক জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে আরও ছিলেন জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিঠু, যুবদলের আহ্বায়ক ওয়াহেদুল ইসলাম, ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন লিয়ন, এবং সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পের ঠিকাদারগণ।

ইউএনও রুমানা আফরোজ বলেন, "সান্তাহার পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন শুরু হয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে নাগরিক সুবিধা ও অবকাঠামোগত উন্নয়ন অনেকাংশে এগিয়ে যাবে।"

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!