পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) বিকেল ৫টা ৩০ মিনিটে হিলফুল ফুজুল সেবা সোসাইটি, পানপট্টি প্রচার শাখা এবং সর্বস্তরের তাওহীদি জনতা এ মিছিলের আয়োজন করে।
বিক্ষোভ মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। "ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব চাই", "ইসরায়েলি আগ্রাসন বন্ধ করো", "ইসরায়েলি পণ্য বর্জন করো" ইত্যাদি স্লোগানে মুখর ছিল পুরো মিছিল।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ইসরায়েলের বর্বরতা ও আগ্রাসনের তীব্র নিন্দা জানান। তারা ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান এবং প্রয়োজনে ফিলিস্তিনে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ইচ্ছাও প্রকাশ করেন। এ সময় ফিলিস্তিনে ভিসা শিথিলের দাবি জানান বক্তারা।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন:
আলহাজ্ব মাওলানা এম এ জলিল, প্রধান উপদেষ্টা, হিলফুল ফুজুল সেবা সোসাইটি পানপট্টি
মাওলানা মো. হেলাল উদ্দিন, ইমাম ও খতিব, তহসিল জামে মসজিদ, গলাচিপা
হাফেজ মাওলানা মিজানুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলাম, গলাচিপা উপজেলা শাখা
মো. বেল্লাল হোসেন, সভাপতি, হিলফুল ফুজুল সেবা সোসাইটি, পানপট্টি
এবং অন্যান্য স্থানীয় ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ফিলিস্তিনে নিরীহ মানুষের রক্তপাত আজ মানবতার জন্য কলঙ্ক। মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :