AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোলার ‍‍`তোফায়েল‍‍` পুত্র বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা


ভোলার ‍‍`তোফায়েল‍‍` পুত্র বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের পালিত পুত্র মইনুল হোসেনে এবং তার স্ত্রী ইসরাত জাহান বিন্তীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সমন্বিত বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন, যার দুদক মামলা নং-১ এবং ২।

মামলায় মইনুল হোসেনের বিরুদ্ধে ১১ কোটি ৭৫ লক্ষ ৭৩ হাজার ১৫ টাকার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং তার স্ত্রী ইসরাত জাহান বিন্তীর বিরুদ্ধে ৩৯ লক্ষ ৪২ হাজার ৭৭২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে বলে উল্লেখ করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন দুদকের পিপি অ্যাডভোকেট শাহাদাত শাহীন।

৫ আগস্টের আগে মাইনুল হোসেন বিপ্লব বর্তমানে পলাতক রয়েছেন। তার স্ত্রী সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামালের কন্যা বিন্তিও আছেন আত্মগোপনে।

আওয়ামী লীগের আমলে বেপারোয়া অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থবিত্তের মালিক হওয়া বিপ্লব দম্পত্তির বিরুদ্ধে লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাদের অবৈধ সম্পদের সন্ধানে তদন্তে নামে দুদক।

অনুসন্ধানে জানা গেছে, বিভিন্ন সময়ে আয়কর নথিতে দেয়া তথ্যে মাত্র কয়েক বছরে ৭৪ কোটি ৯৯ লাখ ৯ হাজার ৯৪৫ টাকা আয়ের তথ্য দেন বিপ্লব। এর মধ্যে রেমিট্যান্স, ভুয়া ব্যবসা প্রতিষ্ঠান, গাড়ি বিক্রি ও মাছ চাষ খাতের আয় দেখিয়েছেন।

রোববার ভোলা বিশেষ জজ আদালতে দাখিল হওয়া দুদকের মামলার নথিপত্র সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে ৪১টি দলিলে মোট ১৩ কোটি ৬ লাখ ৮৯ হাজার ৯৯৮ টাকার ভবন, ফ্ল্যাট এবং জমির সন্ধান মিলেছে মাইনুল হোসেন বিপ্লবের। এর মধ্যে রয়েছে রাজধানীর বনানীতে বাড়ি ও ফ্ল্যাট। এছাড়া বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ, শেয়ার ও ব্যাংকে স্থায়ী আমানতে মিলেছে ২০ কোটি ৬৩ লাখ ৪৮ হাজার ৮৩৬ টাকার সন্ধান। এই মোট ৩৩ কোটি ৭০ লাখ ৩৮ হাজার ৮৩৪ টাকার সম্পদের বিপরীতে বিপ্লবের বৈধ আয় পাওয়া গেছে ৪৫ কোটি ৪৫ লাখ ৭৩ হাজার ২২৫ টাকা।

আলোচ্য সময়ে তার জীবন নির্বাহে ব্যয় হওয়া ২৩ কোটি ৫১ লাখ ৭ হাজার ৩৯৬ কোটি টাকা বাদ দেয়ার পর অবশিষ্ট থাকে ২১ কোটি ৯৪ লাখ ৬৫ হাজার ৮১৯ টাকা। অথচ তার মোট সম্পদের পরিমাণ ৩৩ কোটি ৭০ লাখ ৩৮ হাজার ৮৩৪ টাকা। এই হিসাবে মোট ১১ কোটি ৭৫ লাখ ৭৩ হাজার ১৫ টাকার সম্পদের কোনো বৈধ উৎস তার নেই। একইভাবে তার স্ত্রী ইসরাত জাহান বিন্তীর মালিকানায় পাওয়া গেছে ৩৯ লাখ ৪২ হাজার ৭৭২ টাকার অবৈধ সম্পদ।

আদালত সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, অবৈধ সম্পদ অর্জনের এসব অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭ ধারার ১ উপধারা অনুসারে মইনুল হোসেন বিপ্লব এবং তার স্ত্রী ইসরাত জাহান বিন্তির বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়।

এদের বিরুদ্ধে আরও কোনো অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেলে তা তদন্ত রিপোর্টে দাখিল করা হবে উল্লেখ করা হয়েছে মামলার বর্ণনায়।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!