খাগড়াছড়ির মাটিরাঙা বাজারে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ছয়জন চাল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২১ এপ্রিল) বিকেলে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর ১৪ ধারা অনুযায়ী এ অভিযান পরিচালনা করেন মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম।
জরিমানা প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো:
মামুন স্টোর
মেসার্স হাসান স্টোর
সফিক স্টোর
সোহাগ খাদ্য ভান্ডার
রব মেজর অটো রাইস মিলে — প্রতিটিকে ১ হাজার টাকা করে
মেসার্স তানিয়া স্টোর — ৫ শত টাকা
মোট জরিমানার পরিমাণ: ৫ হাজার ৫ শত টাকা।
ইউএনও মনজুর আলম বলেন, “পলিথিন ব্যবহারে স্বাস্থ্য ও পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। তাই পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পাটজাত মোড়ক পরিবেশবান্ধব ও স্বাস্থ্যের জন্য নিরাপদ। এই বিষয়ে ব্যবসায়ীদের সচেতন ও দায়িত্বশীল হতে হবে।” তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় চট্টগ্রাম পাট অধিদপ্তরের পরিদর্শক বাবুল চন্দ্র দাস, বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :