মুকসুদপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে স্থানীয় খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) বিকালে মুকসুদপুর আইডিয়াল স্কুল মাঠে উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার পান্নু ফুটবল স্পোর্টিং ক্লাবের সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক সাইফুল ইসলাম পান্নুর হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।
এসময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লবসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিলো ২টি ফুটবল, ৩টি ক্রিকেট ব্যাট, ৩টি টেনিস বল, ১ ডজন স্কচটেপ, ৬টি স্ট্যাম্প, ১২ পিচ ইনার গ্লাভস ও একজোড়া কিপিং গ্লাভস।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :