AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পারভেজ হত্যার বিচারের দাবিতে পলাশে ছাত্রদলের মানববন্ধন


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৭:৫২ পিএম, ২১ এপ্রিল, ২০২৫
পারভেজ হত্যার বিচারের দাবিতে পলাশে ছাত্রদলের মানববন্ধন

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সাটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী, ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে নরসিংদীর ঘোড়াশাল পৌর ও পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ শাখা ছাত্রদল।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাফিকুল ইসলাম খান, আহ্বায়ক আহমেদ আতাহার ইস্তিয়াক গাজী, যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম অপু, পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আখলাদ হোসেন, সাধারণ সম্পাদক শিমুল ভুইয়াসহ প্রতিষ্ঠানটির শতাধিক শিক্ষার্থী।

পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল বলেন, জাহিদুল ইসলাম পারভেজকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে আজ আমরা এখানে সমবেত হয়েছি। পারভেজকে যারা হত্যা করেছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আগামী দিনে আমাদের কোন শিক্ষার্থী ও সাধারণ মানুষকে যেন এমন হত্যার শিকার না হতে হয় সেজন্য সবাইকে এই খুনিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, যতক্ষণ পর্যন্ত এই খুনিদের দৃষ্টান্ত মূলক শাস্তি না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। যেখানেই অন্যায় অত্যাচার দেখবো সেখানেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!