AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত


শেরপুরে কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

শেরপুরের শ্রীবরদীতে কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীসহ এলাকাবাসী। আজ দুপুরে উপজেলার বালুঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আধাঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা সাজিন ছোবহান, আলমগীর হাসান লিটন, সামছুস জামান স্বপন, মোহাম্মদ মজনু, মোহাম্মদ জয়দর আলীসহ অনেকেই।

বক্তারা বলেন, শ্রীবরদী সদর ইউনিয়নের শিমুলচড়া বাজার থেকে বালুঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে দহেরপাড় বাজার পর্যন্ত রাস্তাটি কাঁচা থাকায় বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। বর্তমানে রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এ রাস্তা দিয়ে স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা চলাফেরায় অনেক অসুবিধা পড়তে হচ্ছে। রাস্তাটি পাকা হলে শিক্ষার্থীসহ জনসাধারণের ভোগান্তি দূর হবে। বিশেষ করে সামান্য বৃষ্টি হলেই এ রাস্তা দিয়ে যানবাহন চলাচলতো দূরের কথা, পায়ে হেঁটে যেতেও অসুবিধায় পড়তে হচ্ছে।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!