ফরিদপুরের সদরপুর উপজেলার হত্যা মামলার পলাতক আসামি আপন দুই ভাই সম্রাট (২৫) ও সাজিত (২৩)-কে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তারা উপজেলার ভাষানচর ইউনিয়নের গফুর মাতুব্বর ডাঙ্গি গ্রামের মফিজ ওরফে শুক্কুর মিয়ার পুত্র।
সোমবার (২১ এপ্রিল) রাত ১০টার দিকে সদরপুর থানার এসআই হাসিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকার খিলক্ষেত থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ৪ নভেম্বর (২০২৪) সদরপুর উপজেলার সাড়ে সাতরশি বাজারে খুন হন চর বিষ্ণুপুর ইউনিয়নের আকন ডাঙ্গি গ্রামের বাসিন্দা কবির উদ্দিন আকন (৫০)। ঘটনার পর নিহতের ভাই নুরুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে সদরপুর থানায় একটি হত্যা মামলা (মামলা নং: ২, ধারা ৩০২/৩৪) দায়ের করেন।
দীর্ঘ পাঁচ মাস পলাতক থাকার পর অবশেষে দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, “হত্যাকাণ্ডের পর তারা আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের ফরিদপুর আদালতে পাঠানো হবে।”
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :