AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নাসিরনগরে কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার, পূর্ব বিরোধে হত্যার শঙ্কা



নাসিরনগরে কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার, পূর্ব বিরোধে হত্যার শঙ্কা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জোরালী মিয়া (৬৫) নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামের ফসলি মাঠে মরদেহটি পাওয়া যায়। নিহত জোরালী মিয়া ওই গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে।

নিহতের পরিবারের দাবি, রবিবার এশার নামাজের সময় জোরালী মিয়া বাসা থেকে বের হন। এরপর আর ফেরেননি। সোমবার সকালে গ্রামের কয়েকজন কৃষক মাঠে কাজ করতে গিয়ে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্র জানায়, কিছুদিন আগে জোরালী মিয়ার গোষ্ঠী ও পাশের একটি গোষ্ঠীর মধ্যে বিরোধে একজন নিহত হন। সে ঘটনায় উভয় পক্ষের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। ধারণা করা হচ্ছে, পুরনো বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

একজন স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এর আগেও এই বিরোধ নিয়ে হামলা ও লুটপাট হয়েছে। এবারও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক না থাকলে একই ধরনের ঘটনা ঘটতে পারে।”

নিহতের স্ত্রী আফিয়া বেগম বলেন, “আমার স্বামী নামাজের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন, আর ফিরে আসেননি। সকালে খবর পেলাম, কে বা কারা তাকে মেরে ফেলেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”

জোরালী মিয়ার পুত্রবধূ ফিরোজা বেগম বলেন, “শ্বশুরের সঙ্গে গ্রামের পশ্চিমপাড়ার একটি গোষ্ঠীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।”

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল আলম জানান, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।”

 

একুশে সংবাদ/বিএইচ

 

 

Shwapno
Link copied!