AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

"শস্যভান্ডার খ্যাত গুমাই বিল রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে" — ইউএনও কামরুল হাসান



চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী ও শস্যভান্ডার হিসেবে খ্যাত গুমাই বিলকে রক্ষার ওপর জোর দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসান। তিনি বলেন, “গুমাই বিল আমাদের কৃষি ঐতিহ্যের প্রতীক। জমি ভরাট করে দালান নির্মাণ অব্যাহত থাকলে এই ভান্ডার হারিয়ে যাবে। একে রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এ কথা বলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন—

  • সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মারজান হোসাইন

  • দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার

  • রাঙ্গুনিয়া মডেল থানার তদন্ত কর্মকর্তা সুজন হালদার

  • উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম

  • রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াছ ও সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী

  • বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর মুন্সি

সভায় গুমাই বিল রক্ষার পাশাপাশি বাজার মনিটরিং, কিশোর গ্যাং দমন, মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা ও সড়কের পাশে অবৈধ স্থাপনা নিয়েও আলোচনা হয়।

স্থানীয় কৃষক ও নাগরিক সমাজের মতে, গুমাই বিল শুধু একটি জলাভূমি নয়—এটি রাঙ্গুনিয়ার কৃষি উৎপাদনের মূল প্রাণ। এখানে বছরে দুই থেকে তিনবার ধান উৎপাদন হয়। বর্তমানে কিছু ব্যক্তি-গোষ্ঠী বিলটির জমি ভরাট করে আবাসন ও বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করছে, যা কৃষির জন্য হুমকিস্বরূপ।

ইউএনও কামরুল হাসান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "কারো প্রভাব বা ক্ষমতার দাপটে গুমাই বিল ধ্বংস হতে দেওয়া হবে না। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।"

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!