AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পারভেজ হত্যা মামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেপ্তার


Ekushey Sangbad
সাকিব হোসেইন, তিতাস, কুমিল্লা
০৬:১২ পিএম, ২২ এপ্রিল, ২০২৫

পারভেজ হত্যা মামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেপ্তার

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হৃদয় মিয়াজী (২৩) কে কুমিল্লার তিতাস উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার রাতে কুমিল্লা র‌্যাব-১১ এবং তিতাস থানা পুলিশ যৌথভাবে উপজেলার বলরামপুর ইউনিয়নের মনাইরকান্দি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হৃদয় মিয়াজীকে গ্রেপ্তার করেন। তিনি তার মামা হারুন উর রশিদের বাড়ি থেকে গ্রেফতার হন।

হৃদয় মিয়াজী তিতাস উপজেলার দূরলব্দী গ্রামের মাহবুব আলমের ছেলে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম সদস্য সচিব হিসেবে পরিচিত।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদ উল্যাহ জানান, “গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর সহযোগিতায় এবং স্থানীয় পুলিশ ফোর্সের সহায়তায় আমরা তাকে আটক করতে সক্ষম হই।” পরে গ্রেফতারকৃত আসামিকে কুমিল্লা র‌্যাব-১১ এর কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার বিকেলে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা পাশের ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির কারণে পারভেজের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পরে দু’পক্ষের মধ্যে মীমাংসা হয়।

এরপর ক্যাম্পাস থেকে বের হওয়ার পর পারভেজকে ৩০-৪০ জন ছাত্র ঘিরে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় পারভেজকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীরের করা মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি ২৫ থেকে ৩০ জন অজ্ঞাতনামা আসামি রয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!