রাঙামাটির বাঘাইছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধানের উফশি জাতের বীজ ও সার বিতরণ করা হয়েছে, যার উদ্দেশ্য খরিপ মৌসুমে ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করা।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিদ্বার্থ রায়, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ উপকারভোগী কৃষকরা।
উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বলেন, “আপনারা এই বীজ ও সার যথাযথভাবে ব্যবহার করলে আউশ ধানের উৎপাদন বাড়বে। সরকারের লক্ষ্য কৃষকদের পাশে দাঁড়িয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি করা।” তিনি আরও বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে”—এই মূলমন্ত্রে বিশ্বাস করে সরকার কৃষির উন্নয়নে কাজ করে যাচ্ছে।
এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের মাঝে চাষাবাদে উৎসাহ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :