চট্টগ্রামের বোয়ালখালীতে কাজ করার সময় মেশিনের আঘাতে মো. বেলায়েত হোসেন (৪৮) নামে এক কারখানা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বেলায়েত হোসেন শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোষখীল গ্রামের ইসহাক মাষ্টার বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
নিহতের ভাই ও স্থানীয় ইউপি সদস্য মো. শাহাদাত হোসেন হেলাল জানান, বেলায়েত শাকপুরা মিলিটারি পুল এলাকার ‘বিসমিল্লাহ ফেব্রিকস’ নামক কারখানায় দীর্ঘদিন ধরে কাজ করতেন। প্রতিদিনের মতো সোমবার সকাল ৮টায় কাজে যোগ দেন। বিকেল ৩টার দিকে অসাবধানতাবশত কারখানার একটি মেশিনের সাথে মাথায় আঘাত পেয়ে তিনি মেঝেতে পড়ে যান।
তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত চমেক হাসপাতালে রেফার করেন। পরে সন্ধ্যায় চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কারখানায় শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :