AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খাগড়াছড়িতে বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০১:৪২ পিএম, ২৪ এপ্রিল, ২০২৫

খাগড়াছড়িতে বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আমরাই করব ম্যালেরিয়া নির্মূল,নব উদ্যমে, নব বিনিয়োগ ও নব চিন্তায় এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখেই খাগড়াছড়িতে বিশ্ব ম্যালেরিয়া দিবস ২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় গেইট ঘুরে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়।

সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মেমং মারমার সঞ্চালনায় ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের  চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।  

সভায় প্রধান অতিথি বলেন, আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস। এই দিবসটি আমাদের মনে করিয়ে দেয় যে ম্যালেরিয়া এখনো একটি বড় স্বাস্থ্য সমস্যা, বিশেষ করে পার্বত্য অঞ্চলে। খাগড়াছড়ি জেলা পরিষদ স্বাস্থ্য বিভাগের সঙ্গে একযোগে কাজ করছে ম্যালেরিয়া প্রতিরোধে। আমাদের লক্ষ্য—সকল নাগরিককে সচেতন করা, মশা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এবং চিকিৎসা সেবা সহজলভ্য করা।

সভায় আরোও বক্তব রাখেন,স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব মো. মহসিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম। এসময় জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির এসএমও ডা. বিশ্ব জ্যোতি চাকমা একটি বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি বিশ্ব ও দেশের ম্যালেরিয়া পরিস্থিতি, পার্বত্য অঞ্চলের উপজেলাভিত্তিক রোগীর সংখ্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন বক্তরা।

এসময়,উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সনজীব ত্রিপুরা,, ব্র্যাকসহ বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমূখ।
 

 

একুশে সংবাদ//খা.প্র//এ.জে

Shwapno
Link copied!