AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পত্নীতলায় বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করলেন নজিপুর সরকারি কলেজ ছাত্রদল



পত্নীতলায় বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করলেন নজিপুর সরকারি কলেজ ছাত্রদল

বৈশাখের দুপুর বেলা। প্রখর সূর্য তাপদাহ! চারিদিকে রুক্ষ আবহাওয়া। মানুষসহ প্রাণিকূল ও জীবজন্তু যখন পিপাসায় কাতর। ঠিক সেই মহূর্তে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রে আসা অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন এবং বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করলেন নওগাঁর পত্নীতলায় নজিপুর সরকারি কলেজ ছাত্রদল। এদিন পত্নীতলা উপজেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র এলাকায় নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী খাজা নাজিবুল্লাহ্ চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় ও নজিপুর সরকারি কলেজ ছাত্র দল আয়োজিত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এসময় পরীক্ষা কেন্দ্রে আসা অবিভাবকরা বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে। সেই সাথে এমন ব্যতিক্রমী উদ্যােগকে স্বাগত জানান। 

এসময় জেলা ছাত্র দলের নেতা রাকিবুল হাসান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে ও আমাদের নেতা খাজা নাজিবুল্লাহ্ চৌধুরীর সার্বিক সহযোগিতায় সামাজিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের সাথে বিভিন্ন সেবামূলক কার্যক্রমে অংশ নিতে চেষ্টা করে যাচ্ছি।‍‍`

নজিপুর কলেজ ছাত্র নেতা হুরাইরা বিল্লা জানান, ‍‍`আজকে ২টি পরীক্ষা কেন্দ্র এলাকায় এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আগামী দিনে অন্যান্য পরীক্ষা কেন্দ্র এলাকায় এমন কার্যক্রম চালিয়ে যাবো।‍‍`

 


একুশে সংবাদ//প.ন.প্র//এ.জে

Shwapno
Link copied!