দিনাজপুরের নবাবগঞ্জে পুকুরে ডুবে সিনহা খাতুন নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের দিঘীরত্না গ্রামে এই দূর্ঘটনা ঘটে। নিহত সিনহা খাতুন (৭) দিঘীরত্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ও দিঘীরত্না গ্রামের সুজন মিয়ার মেয়ে ।
পুলিশ ও এলাকাবাসী জানান,বৃহস্পতিবার সকালে সিনহা বাড়ির উঠানে সমবয়সী ৩ জন শিশুর সাথে খেলছিলেন,খেলার একপর্যায়ে সিনহা পুকুরে পড়ে গেলে সমবয়সী শিশুরা বাড়িতে খবর দিলে, সিনহাকে উদ্ধার করে দলারদর্গা কে এইচ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে,হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু সিনহা খাতুনকে মৃত ঘোষণা করে।
একুশে সংবাদ//ন.দি.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :