গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সাদুল্লাপুর উপজেলা অডিটরিয়ামে এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ খোরশেদ আলম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন - সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মতিউল আলম, উপজেলা খাদ্য কর্মকর্তা আরফান আলী উপজেলা প্রকৌশলী মো. মেনহাজ, প্রাণিসম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সিরাজুল ইসলাম, বনগ্রাম ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, কৃষক সাইফুল ইসলাম, সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শহিদুল হকসহ অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম বসুনিয়া, অনুষ্ঠানে রাজনীতিবিদ , ইউপি চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী ও ইউনিয়নের কৃষক কৃষাণীরা অংশগ্রহণ করেন। তাদের উদ্বুদ্ধ করতে আধুনিক বা স্মার্ট কৃষি ফসল উৎপাদন, পুষ্টিকর শাক-সবজিসহ বিভিন্ন ফসলের প্রদর্শনী দেখানো হয়।
একুশে সংবাদ//সা.গা.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :