বরিশালের বানারীপাড়া উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী ও বিএনপি নেতা মো. মাহবুবুর রহমান মাসুম মৃধা বাইশারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের (এডহক) কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশনায় গঠিত এডহক কমিটিতে আরও যাঁরা রয়েছেন—জাহিদুল হক অভিভাবক সদস্য, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাম্মৎ সালমা আফরোজ শিক্ষক প্রতিনিধি সদস্য এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত দাস পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং দীর্ঘদিন ধরে শিক্ষা ও সমাজ উন্নয়নে সম্পৃক্ত মাহবুবুর রহমান মাসুম মৃধাকে এ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি করায় বানারীপাড়া উপজেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী মহল থেকে তাঁকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
একুশে সংবাদ//বা.ব.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :