কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এসএসসি ও সমমান পরীক্ষার্থী ও কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অবিভাবকদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী নিয়ামতপুর উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের পক্ষে বিশুদ্ধ পানি বিস্কুট ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলা ছাত্রদল ও নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় ও নিয়ামতপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এস.এস.সি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে বিস্কুট পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
নিয়ামতপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পাভেল বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে নিয়ামতপুর উপজেলা ও নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের নির্দেশক্রমে আজকে প্রায় ৫ শতাধিক এসএসসি পরীক্ষার্থীর মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। অতিরিক্ত গরম থেকে কিছুটা স্বস্তি দিতেই আমাদের ও ক্ষুদ্র প্রয়াস। শিক্ষায় মনোনিবেশে ছাত্রদল সর্বদা শিক্ষার্থীদের পাশে থেকে বন্ধু সুলভ আচরণ করবে। ছাত্রদলের এ উদ্যোগ আগামীতেও অব্যহত থাকবে বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাহিদ হাসান তোতা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, নাহিদ, মাসুদ, সদস্য সজিব প্রমুখ।
একুশে সংবাদ//নি.ন.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :