AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তিস্তা টোলপ্লাজায় দুইগ্রুপের সংঘর্ষ, আহত চার


Ekushey Sangbad
মোঃ জামাল বাদশা, লালমনিরহাট
০৭:৪০ পিএম, ২৪ এপ্রিল, ২০২৫

তিস্তা টোলপ্লাজায় দুইগ্রুপের সংঘর্ষ, আহত চার

টোল চাওয়াকে কেন্দ্র করে পথচারীদের সাথে টোল আদায়কারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছে।

এঘটনায় বৃহস্পতিবার(২৪ এপ্রিল) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের সামাদ ব্যাপারীর ছেলে মাহফুজার রহমান রাজুসহ ১৫ জনের নাম উল্লেখ এবং ২০-২৫ জনকে অজ্ঞাত করে একটি মামলাটি দায়ের করেন তিস্তা টোল প্লাজার ইজারাদারের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম। এর আগে বুধবার(২৩ এপ্রিল) রাতে লালমনিরহাট রংপুর মহাসড়কের সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা সড়ক সেতু টোলপ্লাজায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এজাহার, স্থানীয় বাসিন্দাদের নিকট থেকে পাওয়া তথ্যানুযায়ী জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার গতকাল রাতে সাড়ে আটটা দিকে রাজুসহ কয়েকজন মোটরসাইকেল যোগে মোস্তফি থেকে তিস্তা টোলপ্লাজা পেরিয়ে সড়ক সেতু সংলগ্ন তিস্তা পার্কে যাচ্ছিলেন। তারা মোটরসাইকেলসহ রাজুরা টোলপ্লাজা এলাকায় পৌছালে টোলপ্লাজার কর্মচারীরা টোল চাইতে থাকে। তিস্তা পার্কে যেতে টাকা কেনো দিতে হবে সে বিষয়ে জামতে চাওয়ায় উভয়পক্ষের মাঝে কথা-কাটাকাটি শুরু হয়। এরই একপর্যায়ে রাজুর উপর চড়াও এবং ধাক্কা দেয় টোলের দ্বায়িত্বে থাকা দু-তিন জন কর্মচারী। পরে রাজুসহ কয়েকজন যুবক তিস্তা টোলপ্লাজা এলাকায় গিয়ে পূর্বের ঘটনা সংক্রান্ত কথা বলে এবং একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টোলপ্লাজার ম্যানাজার সুরুজ্জামান,  কর্মচারী জুয়েল, মোকলেশ আহত হয়েছে। আহরা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে তিস্তা টোল প্লাজার ইজারাদারের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম বলেন, গতকাল টোল প্লাজার ঘটনা নিয়ে লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় হামলা, লুটপাটসহ সকল বিষয় উপস্থাপন করা হয়েছে। 

এ বিষয়ে মাহফুজার রহমান রাজু  তার বিরুদ্ধে  ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, তারা আমাদেরকে মামলায় ফাঁসাতে ডাকাতির ঘটনা ছড়িয়েছে। এছাড়া গতকাল টোলপ্লাজাএলাকা তিনি তিস্তা নদী তীরবর্তী একটি পার্কে যাচ্ছিলেন কিন্তু সেতু পার হতেন না বলে দাবি করেন। রাজু বলেন, যেহেতু সেতু পার হবো তাই টোল দিবো না। এ নিয়ে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়েছে। এতে আমাদেরেও দুজন আহত হয়েছে। এঘটনায় রাতেই পুলিশকে অবগত করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরনবী বলেন, গতকালের ঘটনায় টোলপ্লাজা কর্তৃপক্ষের পক্ষে নাজমুল আলম একটি অভিযোগ দিয়েছে। অভিযোগটিকে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

 

একুশে সংবাদ//লা.প্র//এ.জে
 

Shwapno
Link copied!