নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরীক্ষা শেষে ট্রলার যোগে বাড়ী ফেরার পথে শীতলক্ষ্যা নদীতে লাফ দিয়ে গোসল করতে নেমে নিখোজের ২৫ ঘন্টা পর এসএসসি পরীক্ষার্থী জয় আহমেদের মরদেহ উদ্ধার করেছে করে স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ২ টারদিকে শীতলক্ষ্যা নদীর চনপাড়া পূর্নবাসন কেন্দ্র এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে বুধবার (২৩এপ্রিল) সাড়ে ১২ টার দিকে সরকারী মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা শেষে সহপাঠী ও শিক্ষকদের সাথে ট্রলার যোগে বাড়ী ফেরার পথে চলন্ত ট্রলার থেকে নদীতে গোসল করতে ঝাপ দেঢ জয় আহমেদসহ তার আরো ৭ সহপাঠী। এরপর থেকে নিখোজ ছিল জয় আহমেদ।
নিহত,জয় আহমেদ চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ৬ নং ওয়ার্ডের বাস চালক মারুফে ছেলে। সে এবছর পিআরডি হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের পিআরডি হাইস্কুলের ৩৮ জন এসএসসি পরীক্ষার্থী সরকারী মুড়াপাড়া পাইলট স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে শিক্ষকদের সাথে একটি ট্রলার যোগে বাড়ী ফিরছিল। ট্রলারটি চনপাড়া পূর্নবাসন কেন্দ্র এলাকার কাছাকাছি আসলে শিক্ষকদের নিষেধ করা সত্ত্বেও এসএসসি পরীক্ষার্থী জয় আহমেদ তার ৭ সহপাঠী গোসল করতে নদীতে ঝাপ দেয়। এদের মধ্যে জয় আহমেদ ছাড়া বাকি সবাই তীরে উঠতে সক্ষম হয়। এর পর থেকে নিখোজ ছিল জয় আহমেদ।
এদিকে নিখোজের ২৫ ঘন্টা পর বৃহস্পতিবার দুপুর ২ টারদিকে শীতলক্ষ্যা নদীর চনপাড়া পূর্নবাসন কেন্দ্র এলাকায় জয়ের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পর তার মরদেহ উদ্ধার করে।
একুশে সংবাদ//রূ.না.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :