ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে অভাবেই মানুষ নামে একটি সামাজিক সেবামূলক সংগঠন এর উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে চাপোড় তরুণ প্রজন্ম আয়োজনে অভাবেই মানুষ নামে একটি সামাজিক সেবামূলক সংগঠন ফ্রী স্বাস্থ সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয় এ সময় অভাবেই মানুষ সংগঠনের সভাপতি মিজানুর রহমান সভাপতিত্বে বক্তব্য রাখেন পীরগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মোখলেসুর রহমান, ব্যবসায়ী বিমল, অভাবেই মানুষ সাধারণ সম্পাদক মিলন ইসলাম, সালাউদ্দিন, ইসতিয়াক,রুসাদ আহমেদ, আরিফুল ইসলাম,সহ অনেকে উপস্থিত ছিলেন।
এসময় তাদের স্বেচ্ছাসেবি সংগঠনটি এলাকার সাধারণ, অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে । এরই ধারাবাহিকতায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন তারা।
একুশে সংবাদ//পী.ঠা.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :