AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জখম নিয়েই পরীক্ষা দিল দুই এসএসসি পরীক্ষার্থী



জখম নিয়েই পরীক্ষা দিল দুই এসএসসি পরীক্ষার্থী

এক বছর আগে অনলাইন গেমস খেলা নিয়ে বিরোধের জেরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে দুই এসএসসি পরীক্ষার্থীকে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসকের সহায়তায় তারা পরীক্ষা দিয়েছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে, উপজেলার আলগী ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে। আহত শিক্ষার্থীরা হলেন—আশিক মাতুব্বর (১৭), পিতা জাফর মাতুব্বর এবং সাইম শেখ (১৭), পিতা দুলাল শেখ; দুজনই মাঝারদিয়া গ্রামের বাসিন্দা ও এবারের এসএসসি পরীক্ষার্থী।

সকাল ৯টার দিকে তারা বাড়ি থেকে ভ্যানে চড়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে গ্রাম্য সীমানার ভেতরে ওঁত পেতে থাকা ফাহিম মাতুব্বর (১৮) চাইনিজ কুড়াল নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারী ফাহিম একই গ্রামের খায়ের মাতুব্বরের ছেলে।

আশিক ও সাইম দুজনেই গুরুতর আহত অবস্থায় পড়ে থাকেন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে চিকিৎসকদের সহায়তায় তারা নিজ নিজ কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেন।

আশিক বলেন, “আমার তো ওর (ফাহিম) সঙ্গে কোনো বিরোধ নেই। তবে এক বছর আগে গেমস খেলা নিয়ে হাতাহাতি হয়েছিল, যা তখন মীমাংসাও হয়েছিল। এরপর এমন কিছু ঘটবে ভাবিনি।”

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “আমরা সঙ্গে সঙ্গেই পুলিশ ও চিকিৎসক পাঠিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি। আহত পরীক্ষার্থীরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং ঘাতকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।”

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, “দুই পরীক্ষার্থীকে ভ্যানে যাওয়ার পথে কুপিয়ে জখম করা হয়েছে। হামলাকারী ফাহিম পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন বলেন, “আশিক আমাদের স্কুলের ভোকেশনাল গ্রুপের পরীক্ষার্থী। তার উপর পূর্ব শত্রুতার জেরে হামলা হয়েছে। আমরা চিকিৎসকের সহায়তায় তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছি।”

ব্রাহ্মণকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল কবির বলেন, “সাইম আমাদের কেন্দ্রের পরীক্ষার্থী। সে বন্ধুর উপর হামলা ঠেকাতে গিয়ে আহত হয়েছে। তবুও সে সুন্দরভাবে পরীক্ষা দিতে পেরেছে।”

 

একুশে সংবাদ//ভা.ফ.প্র//এ.জে

Shwapno
Link copied!