AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজাপুরে মন্দির নির্মান করে জেলখানার সামনের জমি দখলকারীদের বিরুদ্ধে মানববন্ধন



রাজাপুরে মন্দির নির্মান করে জেলখানার সামনের জমি দখলকারীদের বিরুদ্ধে মানববন্ধন

ঝালকাঠির রাজাপুরে প্রেসক্লাবের সামনে শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে রাজাপুরে ধর্মীয় স্থাপনা (মন্দির) নির্মান করে পুরনো জেলখানার সামনের জমি দখলকারীদের বিরুদ্ধে তৌহিদী জনতার ব্যনারে ঘন্টা ব্যপী মানববন্ধন করে তৌহিদী জনতা।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন,পীর তানিম আহমেদ, মাওলানা আমিনুল ইসলাম নেছারী, ছাত্রদল নেতা জাবির রাসেল, মুস্তাফিজুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, পুরনো জেলখানার জমি এরশাদ আমলে অধিগ্রহন করা হয়। পরে আবার তা যাদের জমি তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। পুনরায় আবার সেই জমি একটি চক্র দখলের পায়তারা করছে। কিন্তু এ বিষয়টি রাজাপুরের জনগণ মেনে নিবে না। তারা আরও বলেন, ধর্মের নামে জমি দখল চলবে না জেলখানার পরিত্যক্ত জমি কারও ব্যক্তিগত সম্পত্তি নয় এটি জনগণের সম্পদ। যেখানে মন্দিরে পর্যাপ্ত জায়গা আছে সেখানে নতুন জমি দখলের পায় তারা কেন?ধর্মকে ঢাল বানিয়ে ব্যক্তি স্বার্থে জমি দখলের অপচেষ্টা আমরা রুখে দাঁড়াব। রাজাপুর একটি শান্তিপূর্ণ এলাকা এমন কোন ধরনের কাজ করবেন না। যাতে হিন্দু মুসলিম ভ্রাতৃত্ব নষ্ট না হয়।


একুশে সংবাদ//ঝা.প্র//এ.জে

Shwapno
Link copied!