রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান সোহাগ জানান, সংঘর্ষের পর ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।
একুশে সংবাদ/ই.ফ//এ.জে
আপনার মতামত লিখুন :