অপারেশন ডেবিলহান্ট অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ৯নং ওয়ার্ডের মেম্বার শমসের আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার পূর্বাচল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত সমশের উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্নবাসন এলাকার হাসমত আলীর ছেলে।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, গত ৫ আগষ্টের আগে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছত্রছায়ায় এলাকায় আধিপত্য বিস্তার,মাদক,সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন ধরনের অপকর্ম করতো কায়েতপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শমসের আলী । ৫ আগষ্টের পর থেকে সে পলাতক ছিল। শুক্রবার রাতে পূর্বাচল এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আসামীর বিরুদ্ধে রুপগঞ্জ থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে ।
শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত শমসেরকে বিস্ফোরক আইনের মামলা ৭দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।
একুশে সংবাদ//রূ.না.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :