নারায়ণগঞ্জের রূপগঞ্জের একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল ‘মাসকো স্কুল কাঞ্চনে’ শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) সকালে এ কার্নিভালের উদ্বোধন করেন মাসকো গ্রুপের চেয়ারম্যান এম এ সবুর।এসময় উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ রুহি ফেরদৌস জামানসহ শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।কার্নিভালে অত্র প্রতিষ্ঠানের ৩৮০ জন শিক্ষার্থী তারা তাদের নিজেদের প্রতিভাকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রকল্প প্রদর্শন করেছেন। ছোট ছোট কোমলমতি ছেলেমেয়েরা তাদের দৈনন্দিন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন বিষয় এখানে তুলে ধরে। যার মধ্যে প্রাণী এবং উদ্ভিদ বিজ্ঞানের বিভিন্ন উদ্ভাবন অন্তর্ভুক্ত রয়েছে। যেখানে কম্পিউটার প্রযুক্তি, রসায়ন ও পদার্থ বিজ্ঞানের ধারণাও তুলে ধরার চেষ্টা করেছে খুদে বিজ্ঞানীরা। এর মধ্যে সবচেয়ে দৃষ্টি নন্দন ও আলোচিত প্রকল্পের মধ্যে ছিল বর্জ্য ব্যবস্থাপনা, ডিএনএ পরীক্ষা প্রকল্প,রোবট,ভিডিও গেমস তৈরি, লাভা ল্যাম্প, স্বাস্থ্যকর খাবারের সঙ্গে দাঁতের যত্ন ও স্বাস্থ্যবিধির কার্যকারিতা। কার্নিভারে ছোট ছোট শিক্ষার্থীদের তাদের তৈরী বিভিন্ন প্রকল্প তুলে ধরেন।
এ কার্নিভালে তাদের অংশগ্রহণে নিজেরা আনন্দিত ও গর্বিত মনে করেছে শিক্ষার্থীরা।
এ ব্যাপারে মাসকো স্কুল, কাঞ্চন এর অধ্যক্ষ রুহি ফেরদৌস জামান বলেন, ছেলেমেয়েদের লেখাপড়ার পাশাপাশি বিজ্ঞান মনস্ক করে গড়ে নিজের লাইফ স্কিলগুলো তৈরি করাই আজকের স্টিম কার্নিভালে
আমাদের লক্ষ্য। ডিজিটালাইজেশন ও বাহিরের জগত সম্পর্কে জ্ঞান ধারণা দেয়ার জন্যই তাদের এ আয়োজন।
একুশে সংবাদ//রূ.না.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :