ঝালকাঠিতে মিজান হোসেন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮) এপ্রিল সকালে সদরের কলেজ খেয়াঘাট সরকারি বালক উচ্চ বিদ্যালয় জামে মসজিদ সংলগ্ন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মিজান ভোলা সদর উপজেলার ধুনিয়া তুলাতলী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার কায়েদ বেকারী বাড়িতে ভাড়া থাকতেন।
মিজানের বড় ভাই রাজু বলেন, ‘গতকাল রোববার (২৭ এপ্রিল) রাতে মিজান কিছু টাকা চেয়েছিলেন পরিবারের কাছে। পরে তাকে কিছু টাকা দিলে সন্তুষ্ট না হয়ে অভিমান করে রাতেই বাসা থেকে বেরিয়ে যায় এবং আর ফেরেনি। সকালে স্থানীয় এক ব্যক্তি খবর দিলে আমি ঘটনাস্থলে গিয়ে ভাইয়ের মরদেহ শনাক্ত করি।
স্থানীয়রা জানান, খালে কাদায় লেপটানো একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের পাঠায়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত চিহ্ন দেখা যায়।
ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, ওই মোহনার দক্ষিণ-পূর্ব কোনায় একটি বটগাছের গোড়ায় নেশাজাতীয় কিছু আলামত পাওয়া গেছে। মরদেহের শরীরে সবকিছু স্বাভাবিক থাকলেও তার ডান পায়ে জুতা ছিল না। ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় অচেতন হয়ে পানিত পড়ে আর উঠতে না পারায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান মিজান। এর পরেও যদি অন্যকিছু থাকে তা ময়নাতদন্তের পরে জানা যাবে।
একুশে সংবাদ//ঝা.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :