মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের হাটভোগদিয়া গ্রামের চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারভুক্ত একমাত্র আসামি মোঃ খলিল শেখ (২৬) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে।
গ্রেফতারকৃত মোঃ খলিল শেখ মৃত মানিক শেখ ও মৃত মনিকা বেগমের ছেলে। তিনি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাটভোগদিয়া (শেখ বাড়ি) এলাকার স্থায়ী বাসিন্দা।
লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গুরুত্বপূর্ণ এ মামলার আসামিকে দ্রুত গ্রেফতার করায় লৌহজং থানা পুলিশকে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।
তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় লৌহজং থানায় দায়ের করা হয়। মামলা নং-১৩, তারিখ- ৩০/০৩/২৫। সে দীর্ঘদিন পলাতক থাকার পর, গত ২৬ এপ্রিল ২০২৫ তারিখ সন্ধ্যায়, ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি হারুন অর রশিদ জানান, আইনশৃঙ্খলা রক্ষায় লৌহজং থানা পুলিশ সর্বদা সতর্ক এবং প্রতিটি ঘটনায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করছে।
বর্তমানে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
একুশে সংবাদ//মু.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :