ঝালকাঠির নলছিটি উপজেলায় মাদক বহনের দায়ে লিটন মাঝি (৩৫) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার(২৮ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নলছিটি পৌরসভার অনুরাগ গৌড়িপাশা এলাকা থেকে তাকে গাঁজাসহ আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল। আটক লিটন মাঝিকে পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর বিধান অনুযায়ী তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, লিটন মাঝি দীর্ঘদিন ধরে গৌড়িপাশা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এলাকাবাসী বহুবার তার বিরুদ্ধে অভিযোগ করলেও প্রমাণের অভাবে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। এবার গোপন সংবাদের ভিত্তিতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এবং তাকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
আটক হওয়ার সময় তার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। জানা যায়, তার বিরুদ্ধে নলছিটি থানায় মাদকসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, "মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যারা মাদক কারবারের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এদিকে এলাকাবাসী এই অভিযানে সন্তোষ প্রকাশ করে জানান, মাদক ব্যবসায়ীদের দমন করা গেলে সমাজে অপরাধ প্রবণতা কমবে এবং যুবসমাজ রক্ষা পাবে। তারা প্রশাসনের এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
একুশে সংবাদ//ন.ঝা.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :