চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে ৪ ইয়াবা কারবারিকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছেন রাঙ্গুনিয়া থানা পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) দিনগত তার ২টার দিকে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নে রাঙ্গুনিয়া থানার এসআই উত্তম কুমারের নেতৃত্বে অভিযান চালিয়ে ইয়াবা বেচা-কেনার সময় ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, চন্দ্রঘোনা ৩নং ওয়ার্ড সৈয়দুল হক চেয়ারম্যান বাড়ি`র আব্দুল মোতালেব`র ছেলে মোঃ সাব্বির হোসেন সাদেক (৩০), ৪নং ওয়ার্ড আধুরপাড়া`র মৃত ফজল আহমদের ছেলে জামালা উদ্দিন(৩৪), হোসনাবাদ ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তাপুর বাদশা মাঝির ঘোড়া এলাকার আব্দুল হোসেনের ছেলে মোঃ তৌহিদ(৩৫), একি এলাকার মুসলিম উদ্দিনের ছেলে মোঃ সেলিম(৪২)।
জানা যায়, ইয়াবা কারবারি তৌহিদ ও সেলিমের কাছ থেকে ইয়াবা কেনার জন্য সাব্বির ও জামালের নিকট চন্দ্রঘোনা কদমতলী ইউপির সৈয়দুল হক চেয়ারম্যান গোট্টা ব্রিজের উপর গেলে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৪জনকে হাতেনাতে ১০৩পিস ইয়াবা সহ গ্রেফতার করেন। এসময় একটি লাল রঙ্গের ইয়ামাহা পেজার মোটর সাইকেলও জব্দ করে থানায় নিয়ে আসেন।
এ-ব্যাপারে রাঙ্গুনিয়া থানার ওসি মো. ওমর আলী বলেন, আজ সকালে গ্রেফতারকৃত ৪ আসামিকে মাদক মামলায় আদালতে সোপর্দ করা হয়।
একুশে সংবাদ//চ.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :