ভোলার চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা থানার দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নবগঠিত এডহক কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১ টায় কলেজের হলরুমে প্রভাষক ও শিক্ষার্থীবৃন্দ ও এলাকাবাসীর পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে জালাল আহমেদ হাওলাদারের সভাপতিত্বে, প্রভাষক প্রিয়াঙ্কা কান্তি লাল এর সঞ্চলনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি সিরাজুল ইসলাম সবুজ খান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিণ আইচা থানা যুবদলের সহ-সভাপতি কাজী হুমায়ুন কবির, চরমানিকা ইউনিয়ন বিএনপি`র সাংগঠনিক সম্পাদক আবু তাহের বয়াতি, চরমানিকা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি মহিউদ্দিন বশার, বিএনপি নেতা আব্দুল মান্নান হাওলাদার, চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদ উল্ল্যাহ , ঢালচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের প্রভাষক মহিবুউল্লাহ, নবগঠিত এডহক কমিটি সদস্য আবুল কালাম পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কাজী অনিক। চরমানিকা ইউনিয়ন ছাত্রদল নেতা ইব্রাহিম নয়ন প্রমুখ। দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন ইয়ামিন রাজু।
এ সময় বক্তারা শিক্ষার মান উন্নয়নের ব্যাপারে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করাসহ মাদক থেকে দূরে সরে থাকার আহ্বান জানান।
এ সময় এডহক কমিটির সভাপতি এবং দক্ষিণ আইচা বিএনপির সিরাজুল ইসলাম সবুজ খান সহসকল অতিথি বৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন অত্র কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
একুশে সংবাদ//চ.ভো.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :