AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
লক্ষ্মীপুরে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান:

হলুদ সাংবাদিকতা প্রতিরোধে তরুণদের এগিয়ে আসতে হবে


Ekushey Sangbad
মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর
০৮:১৭ পিএম, ২৮ এপ্রিল, ২০২৫

হলুদ সাংবাদিকতা প্রতিরোধে তরুণদের এগিয়ে আসতে হবে

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধে তরুণ সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। শুধু কাউন্সিলের পক্ষে একা এ কাজ সম্ভব নয়, এজন্য মালিকপক্ষ, সম্পাদক ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সক্রিয় ভূমিকা প্রয়োজন।

সোমবার (২৮ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউসে "গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা" শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ প্রেস কাউন্সিল ও জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

বিচারপতি হাকিম বলেন, "প্রেস কাউন্সিলের সীমিত ক্ষমতার কারণে অনেক কিছু করা সম্ভব হয় না। তবে আইন মন্ত্রণালয়ে ক্ষমতা বৃদ্ধির জন্য সুপারিশমালা পাঠানো হয়েছে। অনুমোদন পেলে সাংবাদিকতার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও সনদ প্রদানের ব্যবস্থা করা যাবে।" তিনি আরও বলেন, "সেমিনার-সিম্পোজিয়ামে সুন্দর কথা বলা হয়, কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যায় না। সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"

কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের উপসচিব মো. আব্দুস সবুর, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান মোস্তফা স্বপন, জেলা তথ্য অফিসার বিশ্বনাথ মজুমদার এবং লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল। কর্মশালায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

 

একুশে সংবাদ//ল.প্র//এ.জে
 

Shwapno
Link copied!