AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় গণিত ক্লাসে শিক্ষকের ভুল ধরায় শিক্ষার্থীকে মারপিট



মান্দায় গণিত ক্লাসে শিক্ষকের ভুল ধরায় শিক্ষার্থীকে মারপিট

নওগাঁর মান্দায় গণিত ক্লাসে শিক্ষকের ভুল ধরায় এক শিক্ষার্থীকে মারপিট করা হয়েছে অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী শাফী (১১) উপজেলার ৭নং প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে এবং গোবিন্দপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর একজন  শিক্ষার্থী। তার ভর্তি রোল ৪৪ বলে জানা গেছে।
শিক্ষার্থী শাফী জানায়, আজ সোমবার টিফিন প্রিয়ডের পর দুপুর আড়াইটার দিকে গণিত ক্লাশ চলছিলো। এসময় অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়ামিন স্যার একটি লসাগু’র পূর্ণরুপ ভুলভাবে শিক্ষাচ্ছিলেন। এর প্রতিবাদ করায় স্যার ক্ষিপ্ত হয়ে বাঁশের ছড়ি দিয়ে তাকে মারপিট করা শুরু করে। এতে করে সে মারাত্মকভাবে আহত হয়। স্কুল ছুটির পর বাড়িতে গিয়ে বিষয়টি তার অভিভাবককে জানায় সে। পরবর্তীতে সন্ধ্যায় তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন তার অভিভাবকরা। বর্তমানে সে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে পুরুষ ওয়ার্ডের ১১ নং বেডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
অপরদিকে,শিক্ষক ইয়ামিন পাশ্ববর্তী বাগমারা উপজেলার গনিপুর গ্রামের মৃত অছির উদ্দিনের ছেলে। তিনি জানান, গণিত ক্লাস চলাকালীন সময়ে শাফী তার সাথে তর্ক করায় তাকে একটু শাষণ করেছেন। পরবর্তীতে বিষয়টি সমাধানের জন্য ওই শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন। অনাকাঙ্খিত ঘটনাটির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি।
প্রসাদপুর ইউ’পি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল বলেন, সরকারী নির্দেশনা উপেক্ষা করে কোন শিক্ষার্থীকে মারপিট করা চরম অন্যায়। এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
মান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম সেখ বলেন, শিক্ষার্থীকে মারপিট করা আইনত দন্ডনীয় অপরাধ। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ//মা.ন.প্র//এ.জে
 

Shwapno
Link copied!