বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা মেজর জেনারেল জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, দেশের উন্নয়নে সরাসরি মাঠে নেমেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম।
সোমবার বিকেলে মিরপুর উপজেলার ধুবইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধুবইল ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, "দেশের ক্রান্তিকালে জিয়াউর রহমান প্রথম খাল খনন কার্যক্রম হাতে নেন। তিনি বুঝতে পেরেছিলেন, সেচ ব্যবস্থার উন্নয়ন ছাড়া কৃষক ও দেশের খাদ্য নিরাপত্তা সম্ভব নয়।"
আওয়ামী লীগের সমালোচনা করে অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, "আওয়ামী লীগ মানবতাবিরোধী দল। শেখ মুজিব বাকশাল প্রতিষ্ঠা করে দেশের মানুষের মানবাধিকার হরণ করেছিলেন, তার কন্যা শেখ হাসিনাও একই পথ অনুসরণ করে বাকস্বাধীনতা হরণ করেছেন। শেখ হাসিনার শাসনামলে হাজার হাজার বিএনপি নেতা-কর্মী গুম ও পঙ্গু হয়েছেন। আন্দোলনের মুখে আওয়ামী লীগ নেতাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে, তাদের আর ফিরতে দেয়া যাবে না।"
জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "বর্তমানে দেশে কোনো নির্বাচিত সরকার নেই। ডিসেম্বরের মধ্যেই একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।"
সম্মেলনে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ধুবইল ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন বিল্লাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মহন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম নান্নু এবং সাংগঠনিক সম্পাদক ইমারত আলী।
একুশে সংবাদ//কু.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :