AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালাইয়ে চালক-সহকারীকে ধানক্ষেতে ফেলে সয়াবিন তেলভর্তি ট্রাক লুট


Ekushey Sangbad
আব্দুল্লাহ সউদ, কালাই, জয়পুরহাট
১১:৩৩ এএম, ২৯ এপ্রিল, ২০২৫

কালাইয়ে চালক-সহকারীকে ধানক্ষেতে ফেলে সয়াবিন তেলভর্তি ট্রাক লুট

জয়পুরহাটের কালাই পৌরশহরের পূর্বসড়াইল এলাকায় চালক ও সহকারীকে হাত-পা বেঁধে ধানক্ষেতে ফেলে দিয়ে সয়াবিন তেলভর্তি একটি ট্রাক লুট করেছে ডাকাতদল। সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ধানক্ষেতে অচেতন অবস্থায় দুইজনকে পড়ে থাকতে দেখে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলেন, চালক আব্দুল মালেক (৪৫) ও সহকারী নজরুল ইসলাম — দুজনই রংপুর জেলার বাসিন্দা।

পুলিশ ও আহতদের বরাতে জানা গেছে, গত রোববার (২৭ এপ্রিল) চট্টগ্রাম থেকে সয়াবিন তেল লোড করে রংপুরের উদ্দেশ্যে রওনা দেন তারা। পথিমধ্যে রাত ৩টার দিকে বগুড়ার মহাস্থান ব্রিজ এলাকায় পৌঁছালে ১৫-২০ জনের ডাকাতদল তাদের ট্রাক আটকায়। মারধর করে চালক ও সহকারীকে অন্য ট্রাকে তুলে নেয় এবং সয়াবিন তেলভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায়। পরে কালাই পৌরসভার ভাগারের পাশে ধানক্ষেতে ফেলে যায় আহত দুজনকে।

কালাই থানার ওসি জাহিদ হোসেন জানান, জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ//ক.জ.প্র//এ.জে

Shwapno
Link copied!