AB Bank
  • ঢাকা
  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁদপুরে নদীতে গসল করতে নেমে নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার



চাঁদপুরে নদীতে গসল করতে নেমে নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

চাঁদপুরের ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চাঁদপুর পুরান বাজার কলেজের একাদশ শ্রেণির ছাত্র সৌম্যদীপ সরকার (আপন)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের একদিন পর সোমবার (২৮ এপ্রিল) বিকেলে চাঁদপুর গাছতলা ব্রিজের পাশে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

পরিবারের সদস্যরা জানান, রবিবার বিকেলে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমেছিলেন সৌম্যদীপ। এ সময় নদীর প্রবল স্রোতে তিনি ডুবে যান। ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং পুলিশ উদ্ধার অভিযান চালায়, তবে রবিবার সারাদিনের চেষ্টাতেও তার কোনো সন্ধান মেলেনি।

সোমবার বিকেলে গাছতলা ব্রিজের পাশে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার শেষে মরদেহ চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে সৌম্যদীপের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সৌম্যদীপের অকাল মৃত্যুতে তার পরিবার, সহপাঠী, বন্ধুবান্ধব এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কলেজ কর্তৃপক্ষও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

 


একুশে সংবাদ//চাঁ.প্র//এ.জে

Shwapno
Link copied!