AB Bank
  • ঢাকা
  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আদমদীঘিতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত


Ekushey Sangbad
পবিত্র কুমার, বগুড়া
০৬:৩৮ পিএম, ২৯ এপ্রিল, ২০২৫

আদমদীঘিতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার আদমদীঘি উপজেলার ঢাকা রোড নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম বকুল (১৮) নামের একমোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। 

গত সোমবার রাত আনুমানিক ১১ টার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের উপজেলার ঢাকা রোড এলাকার আশা ফিলিং স্টেশনের পাশে এ দূর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী আরিফুল উপজেলা সদরের কেশরতা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। আরিফুল নওগাঁয় একটি দোকানে এসি মেরামতের কাজ করতো। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা সদরের কেশরতা গ্রামের আরিফুল ইসলাম বকুল নওগাঁর একটি দোকানে এসি মেরামতের মেকানিকের কাজ করতো।

প্রতিদিনের ন্যায় গত সোমবার রাতে দোকানের কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে উপজেলার আশা ফিলিং স্টেশনের পাশে অজ্ঞান একটি যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা গুরুত্বর জখম অবস্থায় তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিলে
সেখানকার কর্তব্যরত চিকিৎসক আরিফুল ইসলামকে মৃত ঘোষনা করেন।


এ ব্যাপারে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস.এম মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

 

একুশে সংবাদ//ব.প্র//এ.জে

Shwapno
Link copied!