স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দূর্ণীতি দমন কমিশন (দুদক)। প্রকল্পের ঠিকাদার ও প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখতে এ অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান চলে। দুদকের চাঁদপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আজগর হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তবে এলজিইডির অফিস সহকারী উপস্থিত থাকলেও উপজেলা প্রকৌশলী উপস্থিত ছিলেন না।
এলজিইডি সূত্রে জানা যায়, এক কোটি টাকা ব্যায়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অর্থায়নে উপজেলার ইমান আলী মার্কেট হতে বাদামতলী পর্যন্ত নির্মাণাধীন গ্রামীণ একটি সড়কের অনিয়ম নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। সংবাদটি দুদকের নজরে আসে। পরে ওই সড়কটিসহ বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখতে সরেজমিন অনুসন্ধানে আসে দুদক।
এসময় কাজের ধরণ,বরাদ্দ ও গুণগত মান যাচাইে তথ্য সংগ্রহ শেষে কোনো মন্তব্য না করেই অভিযান শেষ করে চলে যান তারা।
এদিকে কমলনগর উপজেলা এলজিইডি প্রকৌশলী সোহেল আনোয়ারের বদলী জনিত কারণে তার স্থলাভিষিক্ত আবদুল কাদের মুজাহিদ গতকাল সোমবার যোগদান করলেও আজ তিনি অফিস না করায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে একাধিকবার তার মুঠোফোনে কল করলেও তিনি তা রিসিভ করেননি।
দুদক সূত্র জানায়, এলজিইডির কার্যালয়ের আওতাধীন গ্রাম-গঞ্জের রাস্তা, ব্রিজ-কালভার্ট নির্মাণকাজে নিম্নমানের পণ্য ব্যবহার, কাজের গুণগত মান বজায় না রাখা, কাজ না করে কিংবা নামমাত্র কাজ দেখিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে এ অভিযানে আসেন তারা।
একুশে সংবাদ//ল.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :