র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, নির্বাচন পরবর্তী নাশকতার ঝুঁকি থাকলেও যেকোনো সহিংসতা প্রতিরোধে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।
রোববার (৭ জানুয়ারি) মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনকে যারা প্রতিহত করতে চেয়েছিল তাদের সহিংসতা রোধে র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্য প্রস্তুত রয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ভোটারের নিরাপত্তা, রিটানিং কর্মকর্তাসহ ভোট সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার সকল ব্যবস্থা নেয়া হয়েছে।
র্যাবের মহাপরিচালক বলেন, ভোটার এখনও সন্তোষজনক না হলেও আশা করি দুপুরের পর ভোটকেন্দ্রে উপস্থিতি আরও বাড়বে। ভোটের সুষ্ঠু পরিবেশ যারা বাধাগ্রস্ত করতে চাইবে তারা কোনোভাবেই পার পাবে না।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :