২০২২-২৩ অর্থবছরের জুন মাসে মূল্যস্ফীতির হার কিছুটা কমে ৯ দশমিক ৭৪ শতাংশ হয়েছে। যা এর আগের মাসে ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ। মে মাসে সাধারণ মূল্যস্ফীতি ছিল ১১ বছরের মধ্যে সর্বোচ্চ। তবে জুনে সাধারণ মূল্যস্ফীতির হার কমলেও বেড়েছে খাদ্যপণ্যের দাম। জুন মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার বেড়ে ৯ দশমিক ৭৩ শতাংশ হয়েছে, মে মাসে যা ছিল ৯ দশমিক ২৪ শতাংশ।
সোমবার (৪ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেয়া জুন মাসের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) হালনাগাদ তথ্যে এসব বিষয় জানানো হয়েছে।
বিবিএসের তথ্যমতে, মে মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার ৯ দশমিক ২৪ শতাংশ ছিল, এপ্রিল মাসে যা ছিল ৮ দশমিক ৮৪ শতাংশ। ফলে এপ্রিল থেকে বেড়ে মে মাসে খাদ্যপণ্য মূল্য বৃদ্ধির রেকর্ড গড়েছে। একই সময়ে শহরের তুলনায় গ্রামে বেশি ছিল মূল্যস্ফীতি। জুন মাসে শহরে সাধারণ মূল্যস্ফীতি ছিলে ৯ দশমকি ৪৫ শতাংশ। তবে এ সময়ে গ্রামে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৮২ শতাংশ। একই সঙ্গে গ্রামের খাদ্যমূল্যস্ফীতিও বেশি ছিল। জুনে শহরে এ হার ছিল ৯ দশমিক ২৬ শতাংশ। আর গ্রামে ছিল ৯ দশমিক ৯৫ শতাংশ।
সব মিলিয়ে ২০২২-২৩ অর্থবছরের গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক শূন্য ২ শতাংশ। এর আগের অর্থবছরে এ হার ছিল ৬ দশমিক ১৫ শতাংশ। ২০২০-২১ অর্থবছরে বার্ষিক মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৫৬ শতাংশ।
এর আগে এ বছরের ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৭৮ শতাংশ। মার্চ মাসে আবারও মূল্যস্ফীতির হার বেড়ে ৯ দশমিক ৩৩ শতাংশ হয়। এপ্রিলে মূল্যস্ফীতি কিছুটা কমলেও তা আশাব্যঞ্জক ছিল না। তখন সার্বিক বা সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ২৪ শতাংশ। সর্বশেষ বাড়তে বাড়তে এ হার মে মাসে সর্বোচ্চ চূড়ায় ওঠে।
একুশে সংবাদ/এসএপি
আপনার মতামত লিখুন :