AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেজিতে ১০০ টাকা কমলো আদার দাম


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, দিনাজপুর
০৪:০৭ পিএম, ২০ জুলাই, ২০২৩
কেজিতে ১০০ টাকা কমলো আদার দাম

এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে আদার দাম কমেছে কেজি প্রতি ১০০ টাকা। বর্তমানে প্রতি কেজি ভারতীয় আদা ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে; যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ২৫০ টাকা দরে।

 

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। তবে ভারত থেকে আমদানি বৃদ্ধি এবং ক্রেতা সংকট থাকার কারণে কমতে শুরু করেছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

 

হিলি বাজারে আদা কিনতে আসা আসমান আলী বলেন, আমার একটি খাবার হোটেল আছে। সেখানে প্রতিদিন আদার প্রয়োজন হয়। ঈদের আগে হোটেলে রান্না করতে অনেক কষ্ট পোহাতে হয়েছে। কারণ তখন প্রতি কেজি আদা ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে কিনতে হয়েছিল। তবে বর্তমানে প্রতিকেজি আদা ১৫০ থেকে ১৬০ টাকা দরে পাওয়া যাচ্ছে।

 

হিলি বাজারের আদা বিক্রেতা মনিরুল ইসলাম মনি বলেন, ভারত থেকে আদা আমদানি বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে বাজারে ক্রেতা অনেকটাই কমেছে। বর্তমানে এক বস্তা আদা বিক্রি করাই কঠিন হয়েছে। বর্তমানে প্রতিকেজি আদা ১৫০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। আমরা কম দামে কিনে, কম দামে বিক্রি করছি।

 

হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি মাসে ভারতীয় দুটি ট্রাকে ৩২ মেট্রিকটন আদা আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

 

একুশে সংবাদ.কম/আ.ট.প্র/জাহা

Link copied!