নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে পণ্য রপ্তানি বেড়েছে ১৫ শতাংশ। মাসটিতে রপ্তানি হয় ৪৫৯ কোটি ডলারের পণ্য। রপ্তানির এ পরিমাণ গত বছরের একই মাসের চেয়ে ৬১ কোটি ডলার বেশি, যা দেশি মুদ্রায় প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা। গত বছরের জুলাই মাসে ৩৯৮ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়।
বুধবার (২ আগস্ট) বিকেলে রপ্তানি উন্নয়ন ব্যুারো–ইপিবির ওয়েবসাইটের হালনাগাদ এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
ইপিবির প্রতিবেদনে দেখা যায়, জুলাই মাসে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রপ্তানি বেশি হয়েছে ২ দশমিক ৫ শতাংশ। ৪৪৮ কোটি ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল মাসটিতে। বাণিজ্য মন্ত্রণালয় নির্ধারিত চলতি অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা ৬ হাজার ২০০ কোটি ডলার।গত অর্থবছরে রপ্তানির পরিমাণ ছিল ৫ হাজার ৫৫৬ কোটি ডলার।
একুশে সংবাদ/বি/এসএপি
আপনার মতামত লিখুন :