AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাঁচা মরিচের কেজি ২৪০


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:১১ পিএম, ৬ অক্টোবর, ২০২৩
কাঁচা মরিচের কেজি ২৪০

রিক্সাভ্যান ভর্তি কাঁচা মরিচ। সঙ্গে অন্যান্য সব্জি। একজন ভদ্র মহিলা দ্রুত পায়ে এগিয়ে এসে বললেন, কাঁচা মরিচ কত করে। দোকানী রাসেল বললো, আড়াইশ’ গ্রাম ৬০ টাকা। ভদ্র মহিলা বললেন, ৩০টাকার দিন। অপর একজন এসে চাইলেন ২০টাকার কাঁচা মরিচ। ভদ্র মহিলার দিকে তাকিয়ে একজন বললেন, দাম আবার বেড়ল। এমন মোলায়েম ভাষা শুনে ভদ্র মহিলা কিছু বললেন না, শুধু তাকিয়ে থাকলেন।

সেই তাকানো ছিল কঠিন, তার ভেতরের ক্রোধ বিস্ফোরিত হচ্ছিল দুই চোখে। আশপাশের মানুষের তার চোখের দিকে তাকানোর সাহস ছিল না। কারণ, তিনি একজন মা, কষ্টটা তারই বেশি হবার কথা। এমনি হাজারো মা সংসারের হাল ধরা এখন আর সহজ মনে করছেন না। দ্রব্যমূল্যে চাপে তারা পিষ্ট! সিন্ডিকেটেডের কবলে পড়ে মানুষ দিশেহারা।  

প্রতিটি পণ্যমূল্য আকাশ ছোঁয়া। সাধারণের ক্রয়ক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছে। বলা যায়, কুলিয়ে ওঠতে না পেরে বাজেট কাটছাট করতে বাধ্য হচ্ছেন। নিম্ন আয়ের মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। করোনার দখল কাটিয়ে ওঠতে না ওঠতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আয়রোজগারের পথে পাথরের মতো চেপে বসেছে। বেকার হয়েছে বহু মানুষ।

এমন পরিস্থিতিতে পণ্যমূল্য লালঘোড়া উর্ধমুখী ছুটে চলেছে। বাজার পরিস্থিতি দেখভালের জন্য কঠোর কোন ব্যবস্থা না থাকায় পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে, এমন অভিযোগ সাধারণ ভোক্তাদের।  বাজারে ৫০ থেকে ২০০ টাকা কেজি দরে সব্জি বিক্রি হচ্ছে।

দক্ষিণ গোড়ান বটতলা বাজারের পেঁয়াজ বিক্রেতা  শাসুল  আলম জানান, পেঁয়াজের দাম আবার বেড়েছে। তার দোকানে তিন রকমের পেঁয়াজ রয়েছে। এরমধ্যে দেশি পেঁয়াজ ১০০, ৯০, আমদানি পেঁয়াজ ৮০ এবং ছাল ওঠা পেঁযাজ ৭০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। গোল আলু ৪৫ থেকে  ৫০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

সব্জি বিক্রেতা কিশোর রাহাদ। রিকসা ভ্যানে করে সব্জি বিক্রি করে থাকে। একমুখ হাসি দিয়ে বললো, বৃষ্টিতো তাই বাজার একটু চড়া। বোঝেনতো সবই সিন্ডিকেট। তার দোকানে করলা ৭০, উচ্চে ৬০, টমেটো ১০০, কচুরলতি ৭০, পটল ৫০, ঢেড়শ ৬০ টাকা,  শশা ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি করছে।

সব্জি বিক্রেতা কিশোর সোহাগ জানায়, লাউ ৭০, প্রকারভেদে কচুরমুখী ৮০, কাচা কলার হালি ৪০, বাধা কপি ৫০, কাঁকরোল ৮০, শিম ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তার বয়ানে আগামী একমাস এমনই যাবে। তবে  শীতের সব্জির আমদানির সঙ্গে দাম কমবে। আদার কেজি ২৪০, ডিম ১৫০ ডজন।

ছটির দিনে বাজারে ইলিশের দামও চড়া। ৯০০ গ্রাম ওজনের মাছ ১৪শ’ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। বয়লার মুরগি ১৭০-১৮০ টাকা কেজি আর সোনালী মুরগি ছোট আকারের ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।  

 

একুশে সংবাদ/আ ভ/স ক 
 

Link copied!